মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ১৩ জানুয়ারী ২০১৫, ১০:৪২ পূর্বাহ্ন
শেয়ার

কুইকফায়ার কিনে নিলো ফেসবুক


facbook-bought-quickfireধীর গতির ইন্টারনেটেও যাতে ভিডিও দেখা যায়, তা নিশ্চিত করতে কাজ করে কুইকফায়ার নামে একটি প্রতিষ্ঠান। সম্প্রতি এই প্রতিষ্ঠানটি কিনে নিয়েছে ফেসবুক।

কুইকফায়ার কিনতে ঠিক কতো টাকা খরচ করতে হয়েছে, তা জানা যায়নি।

গত কয়েক মাস ধরেই আলোচনা হচ্ছে যে, ফেসবুক একটা সময় ভিডিও শেয়ারিংয়ের সাইটে পরিণত হবে। তবে ফেসবুকের বর্তমান সুবিধাও বজায় থাকবে। ভিডিও শেয়ারিং সাইট হওয়ার জন্য ফেসবুকের দৃশ্যমান কোনো পরিবর্তন এখনো দেখা যায়নি।

কুইকফায়ার ক্রয়ের মাধ্যমে ওই দিকেই কিছুটা এগিয়ে গেলো ফেসবুক। শিগগিরই হয়তো দৃশ্যমান কোনো পরিবর্তনও নিয়ে আসবে তারা। তবে সে জন্য কিছুটা অপেক্ষায় থাকতেই হবে ব্যবহারকারীদের।

নিউজ পাওয়া যায়নি