ডেমরায় যাত্রীবাহী একটি লেগুনায় দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করেছে বলে খবর পাওয়া গেছে। রোববার ভোর পৌনে ৭টায় ডেমরার স্টাফ কোয়ার্টার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোববার ভোরে দেশের চলমান লাগাতার অবরোধের সমর্থনে কয়েকজন দুর্বৃত্ত ডেমরার স্টাফ কোয়ার্টার বাসস্ট্যান্ড এলাকায় ‘মা জননী’ নামে (চট্ট মেট্রো চ-০৩৫১) একটি যাত্রীবাহী লেগুনায় পেট্রল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে সারুলিয়ার দমকল বাহিনীর একটি টিম ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ডেমরা থানার অপারেশন অফিসার মো. আনোয়ার জানান, রোববার ভোরে কয়েকজন দুর্বৃত্ত লেগুনাটিতে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ এসে প্রথমে বালু দিয়েই আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি দমকল বাহিনীও আসে। এ ঘটনায় লেগুনার সামনের সিটের কিছু অংশ সামান্য পুড়ে গেলেও তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। সাথেসাথে লেগুনার চালক লেগুনাটি নিয়ে তার কাজে ফিরে যেতে সক্ষম হয়।