রামু উপজেলার দারিয়ার দিঘী লম্বা ঘোনায় হাতির আক্রমণে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার মৃত হাছিম আলীর ছেলে মোজাফফর আহমদ (৪৫)।
খুনিয়াপালং ইউপি চেয়ারম্যান সাংবাদিক আবদুল মাবুদ জানান, পাহাড়বেষ্টিত ওই এলাকায় প্রতিনিয়ত হাতি চলাচল করে। বুধবার সকালে একটি হাতি মোজাফফরের বাড়িতে আকস্মিক ঢুকে পড়ে। কেউ কিছু বুঝে উঠার আগেই হাতি মোজাফফরকে পা-য়ে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে এলাকাবাসী ধাওয়া দিলে হাতিটি পাহাড়ে ঢুকে পড়ে।
নিহত মোজাফফর ৮ মাস আগে সৌদি আরব থেকে দেশে ফিরেন। এরপর তিনি পারিবারিক ব্যবসায় জড়িয়ে পড়েন।