ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুই বছরে মদের পেছনে এক লাখ শেকেল বা ২৫ হাজার ডলারের বেশি ব্যয় করেছেন। তেল আবিবের প্রবীণ রাজনীতিবিদ হাতনুয়া পার্টির নেতা জিপি লিভনি এক প্রকাশ্য অনুষ্ঠানে এ অভিযোগ করেছেন।
তিনি বলেন, ইসরাইলের অনেকের মাসিক আয়ের চেয়েও বেশি অর্থ মদের পেছনে উড়িয়ে দিয়েছেন নেতানিয়াহু। এ হিসাব অনুযায়ী মাসে তিনি প্রায় চার হাজার দুইশ’ শেকেল মদের পেছনে ব্যয় করেন এবং ইসরাইলের অনেকেই মাসে এ পরিমাণ টাকা আয় করেন না বলে জানান লিভনি।
এদিকে, একই দিনে নেতানিয়াহুর বিলাসবহুল জীবন যাপনের কঠোর সমালোচনা করেছেন ইসরাইলের শ্রমিক দলের নেতা আইজ্যাক হারজোগও।-ওয়েবসাইট