সিনিয়র সচিব আবুল কালাম আজাদকে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব পদে নিয়োগ দেয়া হয়েছে। তিনি এর আগে প্রধানন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্বে ছিলেন।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে দুটি আদেশ জারি করা হয়েছে।
এছাড়া ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোয়াজ্জেম হোসেনকে পাট অধিদফতরের মহাপরিচালক, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের সদস্য তপন কুমার চক্রবর্তীকে স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) এমদাদ হোসেনকে জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্পের প্রকল্প পরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে।