মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক ফিচার ১৭ ফেব্রুয়ারী ২০১৫, ১:০১ অপরাহ্ন
শেয়ার

১০০ কোটি ডলার চুরি অনলাইনে


dollarকেউ টেরই পায়নি। অথচ আপন মনে সিঁদ কাটছিল চোর। খেয়াল হওয়ার আগেই প্রায় ১০০ কোটি মার্কিন ডলার বেপাত্তা। তিরিশটি দেশের ১০০টি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে সাইবার পদ্ধতির মাধ্যমে ১০০ কোটি মার্কিন ডলার লুঠ করল এক দল সাইবার অপরাধী।

সম্প্রতি কম্পিউটার নিরাপত্তা বিষয়ক সংস্থা, ক্যাস্পার্স্কি একটি রিপোর্টে এমনটাই দাবি করেছে। সাইবার দুনিয়ায় এত বড় অপরাধ নতুন এবং তাকে ‘তুলনারহিত’ বলে ওই রিপোর্টে বর্ণনা করা হয়েছে। ভিডিও বা অন্যান্য পদ্ধতির মাধ্যমে ভাইরাস ঢুকিয়ে বিভিন্ন ব্যাংক, অর্থনৈতিক সংস্থার কম্পিউটার সিস্টেম হ্যাক করত এই সাইবার ক্রাইমের দলটি। তার পর চলত ব্যাংকটির বিষয় আশয় নিয়ে কাঁটা ছেঁড়া পর্ব। বেশ কিছু মাস পরে যখন সেই সংস্থাটির কাজকর্মের সঙ্গে অভ্যস্ত হয়ে যেত দলটি, তখনই ঝোপ বুঝে নিয়ে তারা কোপটা মারত। এভাবেই রাশিয়া, আমেরিকা, জার্মানি, চীন, ইউক্রেন, কানাডায় জাল ছড়িয়েছে এই দলটি।

ক্যাস্পার্স্কির সেই রিপোর্টে বলা হয়েছে, একটি প্রযুক্তিগত কারসাজি করে কিছু সময় পর পর এটিএম থেকে টাকা চলে যেত তাদের কাছে। আবার কখনও ব্যাংকে ভূয়া অ্যাকাউন্ট খুলত তারা। তার পর সেই অ্যাকাউন্টে টাকা পাঠানো হতো। দলটি এক একটি ব্যাংকে এই কারবারি চালাত দুই থেকে চার মাস ধরে। তার বেশি নয়। কেউ সন্দেহ করার আগেই এক কোটি মতো টাকা নিয়ে চম্পট দিত তারা। আবার অন্য কোনও ব্যাংকের দিকে হাত বাড়াত।

তবে এই দলটির বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানায়নি ক্যাস্পার্স্কি।– সংবাদ সংস্থা

নিউজ পাওয়া যায়নি