ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনের জন্য সরকারের কাছে ১৫ দিন সময় চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন, ইসি সচিব সিরাজুল ইসলাম।
নির্বাচন কবে হবে এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, আমাদের কাজ চলছে সব প্রস্তুতি সম্পন্ন হলে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ও তারিখ ঘোষণা করবেন।
সিসিসি এবং ডিসিসি নির্বাচন কাছাকাছি সময়ে সম্পন্ন করা হবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নর জবাবে সিরাজুল ইসলাম বলেন, সারাদেশে আমরা নির্বাচন করি একদিনে। বড় নির্বাচন করতে আমরা অভ্যস্ত। যদি একদিনেই দুই (ঢাকা ও চট্টগ্রাম) সিটি করপোরেশনের নির্বাচনও হয়, আমরা তার জন্যেও প্রস্তুত আছি। অতীতে চার সিটি করপোরেশন নির্বাচন একদিনেই সম্পন্ন করেছি আমরা।