শাহজালাল বিমানবন্দরে ২৭ কেজি সোনাসহ আটক উত্তর কোরিয়ার কূটনীতিক সাং ইয়াং ছাড়া পেয়েছেন।
শুক্রবার দুপুরে তাকে ছেড়ে দেয়া হয় বলে নতুন বার্তা ডটকমকে নিশ্চিত করেছে বিমানবন্দর কাস্টম সূত্র।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়াংকে ২৭ কেজি সোনাসহ আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও কাস্টম কর্তৃপক্ষ। তিনি সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে রাত সাড়ে ১০টার দিকে শাহজালাল বিমানবন্দরে নামেন। এ সময় তার লাগেজ থেকে ১৭০টি সোনার বার, অলংকারসহ প্রায় ২৭ কেজি সোনা জব্ধ করা হয়। নতুনবার্তা।