মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক ফিচার ২৫ মার্চ ২০১৫, ৫:৫৩ অপরাহ্ন
শেয়ার

পর্নো জগতে মাইক্রোসফট!


microsoftচাহিদাবহুল পর্নের বাজারে এবার প্রবেশ ঘটেছে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, সার্চিংয়ের সুবিধার জন্য খুব শিগগিরি .porn এবং .adult কিনতে চলেছে মাইক্রোসফট। নিজেদের পর্নো সাইটের ডোমেইনে .com বা .org রাখতে চাইছে না মাইক্রোসফট। কারণ এই দুই ডোমেইনের প্রচুর ওয়েবসাইট বাজারে সহজলভ্য।

ইতিমধ্যেই Microsoft.porn, office.porn এবং office.adult কিনে ফেলছে মাইক্রোসফট।

নিউজ পাওয়া যায়নি