ফেনীর ছাগলনাইয়া পৌরসভার বাশঁপাড়ায় পারিবারিক কলহের জের ধরে সোমবার রাত ৯টার দিকে কুপিয়ে ও জবাই করে আনজু মনোয়ারা মনি (৩৮) নামের এক গৃহবধুকে খুন করেছে স্বামী। এ ঘটনায় রক্তাক্ত অবস্থায় নিজ কক্ষ থেকে স্বামী মোহাম্মদ হারুন অর রশিদকে(৪০) আটক করেছে পুলিশ ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাগেছে, সোমবার রাত ৮টা থেকে মনি ও হারুনের মধ্যে ঝগড়া শুরু হয়। এ সময় তাদের কক্ষের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। ওই দম্পতির দুই মেয়ে ডালিয়া (১২) ও মারিয়া (১১) অন্য একটি কক্ষে ছিল। রাত পৌনে ১০টায় শোরগোল, চিৎকার ও মনির আহাজারি শুনে আশ-পাশের বাসা-বাড়ির লোকেরা তাদের বাসার সামনে জড়ো হন। এরপর হারুনের ভাইসহ ও স্বজনেরা দরজা ভেঙে ভেতরে ঢোকেন। ওই সময় পুলিশও ঘটনাস্থলে আসে। পুলিশ রক্তাক্ত অবস্থায় হারুনকে আটক করে।