দীর্ঘদিনের টানাপোড়েনের পর বিবাহবিচ্ছেদ হয়েছে মডেল-অভিনেতা মনির খান শিমুল ও অভিনেত্রী-নৃত্যশিল্পী নাদিয়া আহমেদের। সম্প্রতি আইনি প্রক্রিয়ায় আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।
শিমুল-নাদিয়ার কাছের মানুষদের সূত্র এ খবর নিশ্চিত করেছে।
আইনি প্রক্রিয়ায় সম্প্রতি বিবাহবিচ্ছেদ সম্পন্ন হওয়ার কথা জানিয়ে নাদিয়া সংবাদমাধ্যমকে বলেন, “মূলত মতানৈক্যের জের ধরেই প্রায় সাড়ে পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছি। শিমুলের সঙ্গে দীর্ঘদিন আমার নানা বিষয় নিয়ে ঝামেলা চলছিল। অবশেষে আমরা সমঝোতার মাধ্যমে বিচ্ছেদের সিদ্ধান্ত নিই।”
শিমুল ও নাদিয়া ২০০৩ সালে একে-অন্যের প্রেমে পড়েন। পাঁচ বছর প্রেমের পর ২০০৮ সালে তারা বিয়ে করেন। নতুনবার্তা।