অনলাইন প্রতিবেদক, ৫ এপ্রিল, ২০১৩:
দুই কোরিয়াকে ঘিরে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক শক্তি প্রদর্শনীটি মূলত উত্তর কোরিয়ার প্রতি সতর্ক বার্তা এবং দক্ষিণ কোরিয়ার উত্তেজনা প্রশমনের একটি পদক্ষেপ বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নে। সাংবাদিকদের সংগে আলাপকালে তিনি দক্ষিণ কোরিয়ার সাথে যৌথ মহড়ায় ভারী অস্ত্রশস্ত্র ব্যবহারের ব্যাপারে ওয়াশিংটনের সাম্প্রতিক ঘোষণার ব্যাখ্যা দিচ্ছিলেন। এসময় তিনি স্পষ্টতই বুঝিয়ে দেন যে দক্ষিণ কোরিয়া উত্তরের কোনরকম উস্কানিতে সাড়া দিক এমনটা যুক্তরাষ্ট্র কোনভাবেই চায় না। “গৃহীত পদক্ষেপগুলোর উদ্দেশ্য ছিল আমাদের ঐক্যকে সুসংহত করা এবং যে কোন পরিস্থিতি মোকাবেলায় আমাদের দৃঢ়তার বিষয়টি উত্তর কোরিয়াকে সুস্পষ্টভাবে জানান দেয়া” বলছিলেন মি. কার্নে।
এদিকে কূটনৈতিক সূত্র জানিয়েছে, ওয়াশিংটন পিয়ংইয়ংয়ের উস্কানির ব্যাপারে উদ্বিগ্ন। তবে একইসাথে উদ্বিগ্ন এর প্রতিক্রিয়ায় দক্ষিণ কোরিয়া কোন একতরফা আক্রমণ চালিয়ে বসে কিনা সে বিষয়ে। তেমন কিছু হলে সেটা নিয়ন্ত্রণের ক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই বলেই মনে করছে ওয়াশিংটন।