রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ৭ অগাস্ট ২০১৫, ৩:০৫ অপরাহ্ন
শেয়ার

আবারো ব্লগার খুন


niloyরাজধানীর উত্তর গোড়ান থেকে নিলয় নীল (৪০) নামে এক ব্লগারকে গলকেটে খুন করা হয়েছে।

শুক্রবার দুপুরে গোড়ানের ৮ নম্বর রোডের পানির পাম্পের গলিতে ১৬৭ নম্বর বাড়ির ৫ তলার ঘর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ কমিশনার (ডিসি) মুন্তাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিলয় বিভিন্ন ব্লগে লেখালেখি করেতেন। পেশায় তিনি একজন এনজিও কর্মকর্তা ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ বিজ্ঞান ও যুক্তিবাদী সংগঠনের সদস্য ছিলেন।

পুলিশের খিলগাঁও থানার ডিউটি অফিসার সুমন বলেন, ঘরের ভেতর তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।