সাভারের পাশে এখন সারাবিশ্বের সকল বাংলাদেশী। যে যেভাবেই পারছে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। পিছিয়ে নেই কোরিয়ান প্রবাসীরাও। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই। ইতিমধ্যে কোরিয়ান প্রবাসী ইপিএস কর্মী, ছাত্রছাত্রী, ব্যবসায়ী সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সাভারের জন্য। এখন পর্যন্ত ১০ লাখ উওনেরও বেশি জমা হয়েছে বিভিন্ন ফান্ডে।
এখনো যারা সাহায্য করতে চান নিচের ঠিকানায় যোগাযোগ করতে পারেন।
মনিরুজ্জামান মানিক
ফোনঃ 010-3142-0042
একাউন্ট নাম্বারঃ 1002-742-748499
একাউন্ট নামঃ Maniruzzaman
ব্যাংকঃ Woori Bank
মুশফিকুর রহমান
ফোনঃ 010-5687-3687
একাউন্ট নাম্বারঃ 074-107-520356
ব্যাংকঃ Musfiq/ 무쉬픽
Kwangju Bank
আসুন আমরা সকল কোরিয়ান প্রবাসী হাত বাড়িয়ে দিই সাভারে ক্ষতিগ্রস্থ মানুষের জন্য।