রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক ফিচার ৩০ অক্টোবর ২০১৫, ৯:৪৩ পূর্বাহ্ন
শেয়ার

২০০ সেকেন্ডে বলিউডের ১০০ বছর


rahulবলিউডের এক শ’ বছর তা-ও আবার দুই শ’ সেকেন্ডে, কী করে সম্ভব? এতো এতো সুপারস্টারকে দুই শ’ সেকেন্ডে বন্দি করা কি সম্ভব?

হ্যাঁ, সম্ভব। আর কাজটি করেছেন ভারতেরই এক স্যান্ড আর্টিস্ট। নাম রাহুল আরিয়া।

তিনি একটি কালো বোর্ডের উপর বালি ফেলে আঙুলের ছোঁয়ায় তুলে ধরেছেন বলিউডের এক শ’ বছরকে।

শুরু করেছেন ১৯১৩ সালে নির্বাক সিনেমা রাজা হরিশচন্দ্র দিয়ে। তারপর একে একে তুলে ধরেছেন বলিউডের কিংবদন্তী রাজ কাপুর, নার্গিস, শশী কাপুর, তিন খানসহ আরো অনেককে। পাশাপাশি বক্সঅফিসে ঝড় তোলো সিনেমা শোলে থেকে দিলওয়ালে দুলহানিয়া হাম লে জায়েঙ্গে, আনন্দ থেকে মু্ন্নাভাই। কৃষ থেকে বজরঙ্গি ভাইজান। কালজয়ী সব সিনেমাকে তুলে ধরা হয়েছে দুই শ’ সেকেন্ডের মধ্যেই।

রাহুলের করা শীল্পকর্মটির ভিডিও দেখুন-