অনলাইন প্রতিবেদক, ২২ মে, ২০১৩:
কিম জং উনের বিশেষ দূত চোয়ে রিয়ং হে বেইজিং পৌছেছেন। চায়না নিউজ সার্ভিস জানিয়েছে কোরিয়ান পিপলস আর্মির পলিটব্যুরোর পরিচালক চোয়ে রিয়ং হে পৌছার পর চায়না কমিউনিস্ট পার্টির প্রধান ওয়াং জিয়ারুই এর সাথে সংক্ষিপ্ত বৈঠক করেছেন। তবে বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি।
চীনের সাথে সম্পর্ক উন্নয়ন করার জন্যই চোয়ে চীন সফর করছেন বলে ধারণা করা হচ্ছে। পিয়ংইয়ং-বেইজিং সম্পর্কে যখন টানাপড়েন চলছে বলে মনে করা হচ্ছে তখন চীন সফরে গেলেন চোয়ে। পরমাণু কর্মসূচি নিয়ে চীনের হুঁশিয়ারি শুনতে অস্বীকার করায় পিয়ংইয়ং-বেইজিং সম্পর্কে টানাপড়েন দেখা দিয়েছে বলে অনেকে মনে করছেন।
উত্তর কোরিয়ার সাবেক নেতা কিম জং-ইলের চীন সফরের পর এই প্রথম চীন সফর করছেন পিয়ংইয়ংয়ের কোনো শীর্ষ স্থানীয় সামরিক কর্মকর্তা।
উল্লেখ্য, উত্তর কোরিয়া সাম্প্রতিক সময়ে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রাখায় কোরীয় উপদ্বীপে উত্তেজনা বিরাজ করছে ।





























