অনলাইন প্রতিবেদক, ২ জুলাই ২০১৩:
প্রতি বছরের মতো এবারও বাংলাদেশি স্টুডেন্টস এসোসিয়েশন ইন কোরিয়া (বিএসএকে) কর্তৃক দুই দিন ব্যাপী জমজমাট ‘গ্রীষ্মকালীন মিলন মেলা-২০১৩’ অনুষ্ঠিত হতে যাচ্ছে দেছন (대천) সী-বীচে। দেছন সী-বীচ ‘মাড ফেস্টিভাল’ এর জন্য বিশ্ব ব্যাপী সুপরিচিত। প্রতি বছর হাজার হাজার টুরিস্ট এখানে আসেন ‘মাড ফেস্টিভাল’ এ অংশগ্রহণের জন্য।

দক্ষিণ কোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শুধু বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের নিয়েই এই মিলন মেলা ৬ জুলাই শুরু হবে চলবে ৭ জুলাই পর্যন্ত।
২০১১ সাল থেকে প্রতি সেমিষ্টারে এ ধরনের মিলন মেলার আয়োজন করে আসছে বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের সংগঠন বিএসএকে। কোরিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি সাধারন ছাত্র-ছাত্রীরা পুরো সেমিস্টার অপেক্ষায় থাকেন এই মিলন মেলার জন্য।
সাগর পাড়ে মনোরম পরিবেশে সময় কাটানো, বন্ধুরা সবাই মিলে একসাথে দেশী খাবার গ্রহণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলাধূলার বিভিন্ন ইভেন্টও রয়েছে এবারের গেট-টুগেদারে।
আয়োজকরা জানিয়েছেন বরাবরের মত এবারও এই অনুষ্টানে পিএইচডি/এমএস ডিগ্রীপ্রাপ্তদের বিএসএকের পক্ষ থেকে সম্মাননা সনদ বিতরন করা হবে এবং ছাত্র-ছাত্রীদের লেখা নিয়ে একটি ই-বুক প্রকাশ করা হবে।
ইতিমধ্যে ৭৬ জন ছাত্রছাত্রী মিলনমেলায় অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছে।