রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২৯ ফেব্রুয়ারী ২০১৬, ৯:৩৩ অপরাহ্ন
শেয়ার

যারা পেলেন অস্কার


oscarএর আগে মনোনয়ন পেয়েছিলেন ছয়বার। প্রত্যেকবারই বেশ আলোচনাতে ছিলেন। কিন্তু কেন যেন বার বারই তীরে এসে তরী ডুবছিল। হাতে উঠছিল না সেই কাঙ্ক্ষিত ট্রফিটি। এবার শিকে ছিঁড়েছে লিওনার্দো ডি ক্যাপ্রিওর। দ্য রেভনেন্ট ছবির সৌজন্যে ৮৮তম আসরে সেরা অভিনেতা হিসেবে অস্কার জিতেছেন এই মেধাবী অভিনেতা।

বরাবরের মতোই লস এঞ্জেলসের ডলবি থিয়েটারে বসেছিল বিনোদন জগতের চূড়ান্ত স্বীকৃতির আসরটি। অবশ্য বর্ণবাদী ইস্যুতে শুরু থেকেই কিছুটা বিতর্কে এবারের অস্কার আসর। ভিন্ন বর্ণের বিশেষ করে কৃষ্ণাঙ্গ অভিনয়শিল্পী ও কলাকুশলীরা একটি বিভাগেও মনোনয়ন না পাওয়ার বিষয়টি নিয়ে আলোচনার প্রভাব পড়েছে মূল অনুষ্ঠানেও। মঞ্চে কালো শিল্পীদের উপস্থিতি একটু বেশিই চোখে পড়েছে। অ্যাকাডেমির আচরণে যে বৈষম্য নেই – তা বুঝানোর দায়িত্ব বেশ ভালোভাবেই পালন করেছেন উপস্থাপক ক্রিস রক।

৮৮তম আসরে সেরা পরিচালকের অস্কার পেয়েছেন ইনারিতু। দ্য রেভনেন্ট ছবিটি তাকে এনে দিয়েছে এই সম্মান। অন্যদিকে ‘রুম’ ছবিতে অসাধারণ অভিনয়ের সৌজন্যে ব্রি লার্সন পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। আর ‘স্পটলাইট’ হয়েছে সেরা চলচ্চিত্র।

সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র হয়েছে হাঙ্গেরির ‘সন অফ সল’। সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র হিসেবে অস্কার জিতেছে ‘ইনসাইড আউট’।

 

অস্কার – ২০১৬

 

সেরা চলচ্চিত্র: স্পটলাইট

সেরা অভিনেতা: লিওনার্দো ডি ক্যাপ্রিও ( দ্য রেভনেন্ট)

সেরা অভিনেত্রী: ব্রি লার্সন (রুম)

সেরা পরিচালক: আলেহান্দ্রো গনজালেস ইনারিতু (দ্য রেভনেন্ট)

পার্শ্ব-চরিত্রে সেরা অভিনেতা: মার্ক রায়লেন্স (ব্রিজ অফ স্পাইস)

পার্শ্ব-চরিত্রে সেরা অভিনেত্রী: অ্যালিসিয়া ভিকান্দার (দ্য ড্যানিশ গার্ল)

সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র: সন অফ সল (হাঙ্গেরি)

সেরা তথ্যচিত্র: এমি

সেরা স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র: আ গার্ল ইন দ্য রিভার: দ্য প্রাইস অফ ফরগিভনেস

সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র: ইনসাইড আউট

সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র: বিয়ার স্টোরি

সেরা মৌলিক চিত্রনাট্য: জশ সিঙ্গার ও টম ম্যাকার্থি (স্পটলাইট)

সেরা সাহিত্যনির্ভর চিত্রনাট্য: অ্যাডাম ম্যাককে ও চার্লস র‍্যানডল্ফ (দ্য বিগ শর্ট)

সেরা মৌলিক গান: রাইটিংস অন দ্য ওয়াল, স্যাম স্মিথ (স্পেক্টার)