উত্তরার ৪ নম্বর সেক্টরের ট্রপিক্যাল আলাউদ্দিন মার্কেটের আগুনে পুড়ে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজনই নারী বলে জানা গেছে। এদিকে দীর্ঘক্ষণ চেষ্টার পর অবশেষে নিয়ন্ত্রণে এসেছে ভবনের আগুন।
প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও পরে আরো ৯টি ইউনিট যোগ হয়। ৭টা ১৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আহতদের মধ্যে- মাহমদুল হাসান (৩৬) এবং তার দুই সন্তান মাইসা আক্তার (১০) ও মুক্তাকিনকে (৮ মাস) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে বলে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
জানা গেছে, ভবনটির আন্ডারগ্রাউন্ডে একটি অফিসে ইফতার করছিল তারা। হৈচৈ শুনে বের হওয়ার সময় তাদের জামায় আগুন লাগে।
ঢামেকের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল জানান, শিশু ও তার বাবার অবস্থা আশঙ্কাজনক।


























