বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
কোরিয়ায় প্রবল বৃষ্টিতে চারজনের মৃত্যু
প্রকাশিত - সোমবার, ২২ জুলাই ২০১৩, ১১:১৮ অপরাহ্ন
অনলাইন প্রতিবেদক, ২২ জুলাই ২০১৩:
সিউলে আজ প্রবল বৃষ্টিতে চারজনের মৃত্যু হয়েছে। কোরিয়ার প্রাকৃতিক দুর্যোগ বিভাগের একজন কর্মকর্তা মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। খিয়ংগিদো প্রদেশের ইছন এবং ইয়জু থেকে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়। যাদের বয়স হয়েছিল ৬০ থেকে ৭০ বছর।
আজ প্রবল বৃষ্টিতে অনেক রোড, ব্রিজ ক্ষতিগ্রস্থ হয়। ৩০ থেকে ৪০টি গাড়ি পানিতে ক্ষতিগ্রস্থ হয়। সিউলে আজ ৮০ মিলিমিটার থেকে ১৪৫.৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এছাড়া সিউল এবং খিয়ংগিদো এলাকায় বৃষ্টিপাতের কারণে প্রচন্ড জ্যামের সৃষ্টি হয়।
স্বত্ব © বাংলা টেলিগ্রাফ
একটি ‘ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভস বাংলাদেশ’ প্রকাশনা