অনলাইন প্রতিবেদক, সিউল, ৪ জুলাই ২০১৩:
জনপ্রিয় মেসেঞ্জার ‘লাইন’ এই বছরেই ৩০ কোটি ছাড়িয়ে যাবার আশা প্রকাশ করেছে এনএইচ কর্পোরেশন। দক্ষিণ কোরিয়ার শীর্ষ এই পোর্টাল অপারেটর জানিয়েছে এপ্লিকেশনটি ইতিমধ্যে ২০ কোটি ডাউনলোড হয়েছে। ১২টি ভাষায় সেবা দেওয়া দক্ষিণ কোরিয়ার এই এপ্লিকেশনটি বিশ্বব্যাপী অন্যতম জনপ্রিয় মেসেঞ্জার হিসেবে বিবেচিত হচ্ছে।

লাইন মেসেঞ্জার গত এপ্রিলে ব্যবহারকারী ১৫ কোটি ছাড়িয়ে গিয়েছিল। বিশ্লেষকরা আশা করছে ‘লাইন’ এর ৩০ কোটির মাইলফলক পার করতে বেশি সময় লাগবেনা। তারা আশা করছে এ বছরের শেষের দিকেই ৩০ কোটির লক্ষ্যমাত্রাই পৌঁছানো সম্ভব।