অনলাইন প্রতিবেদক, সিউল, ৬ আগষ্ট ২০১৩:
গ্যালাক্সী নোট ৩ আগামী মাসে বাজারে ছাড়ছে স্যামসাং। সেপ্টেম্বরের ৪ তারিখ বার্লিনে এক জাকজমকপূর্ণ অনুষ্টানের মাধ্যমে গ্যালাক্সী নোট ৩ রিলিজ করা হবে। বিশ্বের নামীদামী সব গণমাধ্যমকে ইতিমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে। গতকাল স্যামসাং কর্তৃপক্ষ এই ঘোষণা দেয়।
গ্যালাক্সী নোট ৩ হবে একটি পাবলেট। পাবলেট স্মার্টফোন এবং ট্যাবলেটের মাঝামাঝি আকারের একটি ফোন যা স্মার্টফোনের চেয়ে স্ক্রীন হবে বড় এবং ট্যাবলেটের চেয়ে সহজে বহনযোগ্য।
উল্লেখ্য, স্যামসাং গ্যালাক্সী নোট ২০১১ সালে এবং গ্যালাক্সী নোট ২ গত বছর বাজারে ছেড়েছিল। তারই ধারাবাহিকতায় এই বছর গ্যালাক্সী নোট ৩ বাজারে আসছে।