ভবিষ্যতে কোন দল রাষ্ট্রক্ষমতায় থাকবে, তা নির্বাচনে ভোটগ্রহণ চলছে যুক্তরাজ্যে। স্থানীয় সময় সকাল ৮টায় এই ভোটগ্রহণ শুরু হয়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে গার্ডিয়ান।
সম্প্রতি বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার শিকার হয়েছে যুক্তরাজ্য। আর সেই শোকের মধ্যেই শেষ দিনের প্রচারে ব্যস্ত সময় কাটিয়েছেন প্রধান দুই দলের দুই প্রার্থী কনজারভেটিভ পার্টির প্রধানমন্ত্রী থেরেসা মে ও বিরোধীদলীয় লেবার দলের প্রধান জেরমি করবিন।
বিবিসি জানিয়েছে, ভোটে ওয়েস্টমিনস্টারের ৬৫০ জন এমপি নির্বাচিত হবেন। এবার ভোট দিচ্ছেন ৪ কোটি ৬৯ লাখ ভোটার। ২০১৫ সালের সাধারণ নির্বাচনের চেয়ে এবার ভোটারের সংখ্যা বেশি। ওই সময় প্রায় ৪ কোটি ৬৪ লাখ ভোটার ভোট দিয়েছিলেন।
ভোটারদের অনেকেই এরই মধ্যে পোস্টাল ভোটের মাধ্যমে তাদের পছন্দের কথা জানিয়ে দিয়েছেন। ২০১৫ সালের নির্বাচনে ১৬ দশমিক ৪ শতাংশ ভোটার এভাবে ভোট দিয়েছিলেন। ওই নির্বাচনে ৩৩১ আসনে জয়ী হয়ে সরকার গঠন করেছিল কনজারভেটিভ পার্টি। আর লেবার পার্টি পেয়েছিল ২২৯টি আসন।
এক মাস আগে বিবিসির দ্য ওয়ান শোতে উপস্থিত থাকার পর এবারই প্রথম বড় ধরনের প্রচারণায় স্বামী ফিলিফ মে’কে নিয়ে নির্বাচনী মাঠে নামেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এ দিন স্ত্রীর সঙ্গে প্রায় ৬০০ মাইল প্রচারণায় ছিলেন ফিলিপ।
বাংলাদেশি বংশোদ্ভূত ১৪ জন প্রার্থীও অংশ নিচ্ছেন এবারের নির্বাচনে।




























