অনলাইন প্রতিবেদক, ১২ সেপ্টেম্বর ২০১৩, সিউল:
জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ পাঁচ দিনের সফরে এখন দক্ষিণ কোরিয়ায়। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল কনফারেন্স অব পার্লামেন্টারি পার্টির (আইক্যাপ) সম্মেলনে যোগদানের জন্য তার পাঁচ দিনের এই সফর। এরশাদের এ সফরে তার সঙ্গে রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম মসিহ।
এরশাদ কোরিয়া সফরের আগের দিন মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি ইউন ইয়াং (Lee Yun Young) এর সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বারিধারাস্থ এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
১৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় দেশে ফিরবেন বলে জানা গেছে।