সিউল, ০২ অক্টোবর:
উত্তরকোরিয়ার পরমাণু হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণকোরিয়া নতুন একটি কৌশলগত চুক্তিতে স্বাক্ষর করেছে। এক যৌথ বিবৃতিতে বলা হয়, বুধবার স্বাক্ষরিত চুক্তির লক্ষ্য এখনই কিংবা যুদ্ধকালে উত্তরকোরিয়ার পরমাণু হুমকি মোকাবেলায় দেশ দুটির মধ্যে কৌশলগত কাঠামোর মধ্যে সামরিক জোট তৈরি করা।
চুক্তিতে যুক্তরাষ্ট্রের পক্ষে সেদেশের প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল স্বাক্ষর করেন। তিনি দক্ষিণকোরিয়াকে প্রচলিত ও পরমাণু উভয় ক্ষেত্রে তাদের সাধ্যমতো সামরিক সহায়তা দেয়ার অঙ্গিকার পূর্নব্যক্ত করেন। তিনি জোর দিয়ে বলেন, নতুন চুক্তির মধ্যদিয়ে উত্তরকোরিয়ার রাসায়নিকসহ সকল গণবিধবংসী অস্ত্র মোকাবেলা সম্ভব হবে। তবে নতুন চুক্তিতে কি কি রয়েছে তা সংবাদ ব্রিফিংয়ে বিস্তারিত উল্লেখ করা হয়নি।
এদিকে দক্ষিণকোরিয়ার প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, উত্তরকোরিয়ার কাছে ৫ হাজার টন রাসায়নিক অস্ত্র মজুদ রয়েছে। সূত্রঃ বাসস




























