সিউল, ২০ অক্টোবর, ২০১৩:
জাপানের টাইফুনের আঘাতে ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত একটি দ্বীপের শত শত মানুষ প্রবল বর্ষণে সৃষ্ট ভূমিধসের আশঙ্কায় রোববার বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। লঘুচাপের কারণে প্রবল বর্ষণের আশঙ্কা করা হচ্ছে উল্লেখ করে টোকিও থেকে ১২০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ওশিমা শহরের কর্তৃপক্ষ ওশিমা দ্বীপের দুটি এলাকার ২ হাজার ৩শ বাসিন্দাকে নিরাপদ স্থানে চলে যাবার পরামর্শ দিয়েছে।
নগর প্রশাসনিক কার্যালয়ের এক মহিলা কর্মকর্তা বলেন, ‘বিকেল নাগাদ ৬৩২ জন স্কুলের ব্যয়ামাগার ও কমিউনিটি হলে আশ্রয় নিয়েছে। তিনি আরো জানান, দ্বীপটির নিরাপদ এলাকায় অবস্থিত আত্মীয়-স্বজনদের বাড়িতে আরো অনেকে অবস্থান করছেন। আবহাওয়া বিভাগ সতর্ক করে জানিয়েছে, বিকেলে বৃষ্টিপাতের পরিমাণ ঘন্টায় ৪০ মিলিমিটারে পৌঁছতে পারে। আবহাওয়া বিভাগের কর্মকর্তারা বাসিন্দাদের সাবধানে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
এএফপি’র এক খবরে বলা হয়, গত সপ্তাহে টাইফুনের আঘাতে যে দ্বীপটিতে ২৭ জনের প্রাণহানি ঘটে, বৃষ্টিপাতের কারণে সেখানে নতুন করে ভূমিধস হতে পারে।




























