সিউল, ২০ অক্টোবর, ২০১৩:
ফিলিপাইনের মধ্যাঞ্চলে এক ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা দুশ’র কাছাকাছি পৌঁছতে পারে। উদ্ধারকারী দল ভূমিকম্পে ধসে পড়া ভবনের ধবংসস্তুপের নিচে ও ভূমিধসে চাপা পড়া মৃতদেহের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে। এএফপি’র এক খবরে বলা হয়, মঙ্গলবারের ৭.১ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত মোট ১৮৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। ভূমিকম্পের প্রভাবে ভূমিধস ও ঐতিহাসিক গির্জাগুলো ধবংসস্তুপে পরিণত হয়েছে।
দ্বীপের তথ্য কর্মকর্তা অগাস্টো এস্কোপিয়া জানান, ভূমিকম্পে বোহোলে ১৭২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ভবন ধসে ১২০ জনের বেশি প্রাণ হারিয়েছে। তিনি আরো জানান, ভূমিকম্পে ১২ লক্ষাধিক জনসংখ্যা অধ্যুষিত বোহোল দ্বীপের বহু বাড়িঘর ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হওয়ায় আশ্রয় সমস্যাটি প্রকট হয়ে দেখা দিয়েছে।
এস্কোপিয়া বলেন, ‘এখনো ভূমিকম্প পরবর্তী কম্পন অব্যহত থাকায় বাসিন্দারা বাড়ি ফিরে যেতে ভয় পাচ্ছেন। কোন কোন বাড়ির দেয়ালে ফাটল দেখা দিয়েছে। তারা এখনো বাড়িতে যেতে ভয় পাচ্ছেন।’ বোহোলের কয়েক হাজার লোক ক্ষতিগ্রস্ত বাড়ি ও ভবনের সামনে খোলা আকাশের নিচে অবস্থান করছে। ভবনগুলো ধসে পড়তে পারে বলে তাদের আশঙ্কা। এস্কোপিয়া জানান, সরকারি ও বিদেশী সাহায্যকারী সংস্থা দুর্গতদের সহায়তায় তাঁবু পাঠাচ্ছে।