রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১৯ নভেম্বর ২০১৩, ৩:৫৪ অপরাহ্ন
শেয়ার

চীনের সীমান্ত শহর থেকে উত্তর কোরিয়ার ১৩ শরণার্থী আটক


সিউল, ১৯ নভেম্বর ২০১৩:

চীনের সীমান্ত শহর কুনমিঙ থেকে উত্তর কোরিয়ার অন্তত ১৩ জনকে আটক করা হয়েছে। তারা গোপনে সীমান্ত পাড়ি দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার কোন এক দেশে যাচিছল।বার্তা সংস্থা ইয়নহাপ জানায়, বাসে করে দক্ষিণ পূর্ব এশিয়ার কোন এক দেশে যাওয়ার চেষ্টাকালে শুক্রবার চীনা পুলিশ উত্তর কোরিয়ার ১৩ শরণার্থীকে আটক করে। দক্ষিণ কোরিয়ার পূর্ণএকত্রীকরণ মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, সিউল খবরটি যাচাইয়ের চেষ্টা করছে।

3682004-3x2-340x227নব্বইয়ের দশকে উত্তর কোরিয়ায় বড়ো ধরণের দুর্ভিক্ষের পর থেকে এ পর্যন্ত প্রায় ২৫ হাজার উত্তর কোরীয় দক্ষিণ কোরিয়ায় পালিয়ে আসে। এছাড়া উত্তর কোরিয়ায় দমনপীড়নের কারণেও তারা দেশ ছাড়তে বাধ্য হয়। এদের অধিকাংশই চীনা সীমান্ত ব্যবহার করে তৃতীয় কোন দেশে যায়। বিশেষ করে তারা দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দেশ বেছে নেয়। পরে সে দেশ থেকে তারা দক্ষিণ কোরিয়ায় বসতি গড়ার অনুমতি চায়।

আটককৃত এসব শরণার্থীকে দেশে পাঠানোর পর তারা কারাদণ্ড সহ মারাত্মক শাস্তির মুখোমুখি হতে পারে। উত্তর কোরিয়ার নতুন নেতা কিম জং উন মনে করেন ২০১১ সালে দেশের ক্ষমতা নেয়ার পর তিনি সীমান্তে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করতে পেরেছেন।