অনলাইন প্রতিবেদক, ২০ নভেম্বর ২০১৩:
বাংলাদেশে সম্প্রতি বাংলাদেশে উত্তর কোরিয়া বনাম দক্ষিণ কোরিয়া প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তবে এতে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার কোন ফুটবলার অংশ নেননি। দুই দেশের পক্ষে খেলেছেন ময়মনসিংহের ৬০ উর্ধ্ব ও অনুর্ধ্ব ৮০ বয়স্ক খেলোয়াড়রা। খবরটি প্রকাশ করেছে ময়মনসিংহের স্থানীয় কয়েকটি পত্রিকা।
জানা যায়,ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ৩ ওয়ার্ডের উদ্যোগে আয়োজন করা হয় এই প্রীতি ম্যাচের। এতে অংশগ্রহণ করে পাড়াগাঁও উত্তর পাড়া ও দক্ষিণ পাড়া। এলাকার লোকজন শখ করে তাই এই খেলার নাম দিয়েছে ‘উত্তর কোরিয়া বনাম দক্ষিণ কোরিয়া’ প্রীতি ফুটবল ম্যাচ।
খেলার প্রথমার্ধে পেনান্টি শর্টে ১ম গোল করেন উত্তর কোরিয়ার খেলোয়াড় আঃ বারেক ও ২য় গোল করেন আঃ রহিম। দ্বিতীয়ার্ধে দক্ষিণ কোরিয়ার খেলোয়াড় সিরাজুল ইসলাম দলের পক্ষে একমাত্র গোল করেন। তবে শেষ পর্যন্ত উত্তর কোরিয়া ম্যাচ জিতে নেয়। খেলার ফলাফল ২-১ শেষ হয়। পুরষ্কার হিসেবে বিজয়ী দল একটি ষাড় ও রানার আপ দল একটি খাসী পান।