সিউল, ২ ডিসেম্বর ২০১৩:
চীন সোমবার প্রথমবারের মতো মুন রোভার মিশনে একটি মহাকাশ যান উৎক্ষেপণ করেছে। বিশ্বের উঁচু আসনে জায়গা করে নেয়া চীনের উচ্চাকাক্সক্ষী মহাকাশ কর্মসূচীতে এটি সর্বশেষ সংযোজন। অনলাইনে ৩৪ লাখ মানুষের ভোটে রোভার নামটি গ্রহণ করা হয়।

তবে বিশ্বে এটি তৃতীয় চন্দ্রঅভিযান। এর আগে যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়ন চন্দ্র অভিযান সফলভাবে সম্পন্ন করে। স্থানীয় সময় রোববার রাত দেড়টায় চেঙ্গি-৩ সিরিজের মহাকাশ যানটি উৎক্ষেপণ করা হয়। সরকারি সম্প্রচার মাধ্যম সিসিটিভি এটি সরাসরি প্রচার করে।
উৎক্ষেপণ করা রকেটটি যে যান বহন করছে তার নাম ‘জাদে র্যাবিট’। একে ‘উতু’ নামেও ডাকা হয়। চীনা লোককথায় চাঁদের বুকে থাকা সাদা খরশোসকে ‘জাদে র্যাবিট’ নামে ডাকা হয়।
উৎক্ষেপণের ঘন্টাখানেকের মধ্যে উৎক্ষেপণ কেন্দ্রের পরিচালক ঝাং ঝেনজুং কর্মকর্তা ও কর্মচারীদের সামনে আসেন এবং উৎক্ষেপণ সফল বলে ঘোষণা দেন।
এদিকে উৎক্ষেপণ করা যানটি ডিসেম্বরের মাঝামাঝি চাঁদের বুকে নামবে বলে জানা গেছে। এটি থেকে একটি অবতরণকারী যান রোভারকে নিয়ে চাঁদে ঘুরে বেড়াবে। রোভারটি সেখানে কিছু নমুনা সংগ্রহ করবে।
চীন এর আগে ২০০৭ সালে চাঁদকে প্রদক্ষিণ করার জন্য চেঙ্গি নামে একটি মহাকাশযান পাঠিয়েছিল। এটি ১৬ মাস চাঁদকে প্রদক্ষিণ করে। পরিকল্পনা অনুযায়ী পরে এটিকে সেখানেই ধবংস করা হয়। এ রোভার মিশন চীনের মহাকাশ কর্মসূচীতে একটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। মহাকাশ কর্মসূচীতে উচ্চাকাক্সক্ষী চীন ২০২০ সালের মধ্যে মহাশূন্যে একটি স্থায়ী কেন্দ্র তৈরি করতে চায়। কিন্তু প্রযুক্তির দিক থেকে চীন এখনও যুক্তরাষ্ট্র ও রাশিয়া থেকে পিছিয়ে রয়েছে।




























