২১ ডিসেম্বর ২০১৩, সিউল:
এবার আরো স্পষ্ট রায় দিলো দিল্লির জনতা। আম আদমি পার্টি’র (আপ) এর গণভোটে এখন পর্যন্ত দিল্লিবাসীর রায় হলো, অরবিন্দ কেজরিওয়াল অবশ্যই সরকার গঠন করুন। তাই আগের অবস্থান থেকে সরে এখন রাজধানীতে সরকার গঠন করার দিকেই এগোচ্ছেন কেজরিওয়াল।
আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে সরকার গঠন করা নিয়ে আপ তাদের রায় জানাবে। তবে তার আগে কেজরিওয়াল বুঝিয়ে দিয়েছেন, তারা সরকার গঠন করার রাস্তায় হাঁটছেন। তিনি বলেন, “পঁচাত্তর শতাংশেরও বেশি লোক চাইছেন দিল্লিতে যেন আমরা সরকার গঠন করি। সরকার গঠন করে যদি আমরা প্রতিশ্রুতি পালন করতে পারি, তা হলে লোকসভায় ভাল ফল হবে। মানুষ চান, আমরা যেন কাজ করে দেখাতে পারি। আর ভালো করে প্রশাসন চালানোটা কোনো রকেট-সায়েন্স না।”
দলটির পক্ষ থেকে বলা হচ্ছে, এ পর্যন্ত সাড়ে পাঁচ লাখেরও বেশি লোক এসএমএস করে বা ই-মেলের মাধ্যমে তাদের রায় জানিয়েছেন। ৭৫ শতাংশের মত, সরকার গঠন করা উচিত। ফলে কেজরিওয়াল সরকার গঠন নিয়ে যে গণভোটের কথা বলেছিলেন তাতে এখন পর্যন্ত জনগণের রায় সরকার গড়ার দিকেই।
বোঝাই যাচ্ছে কেজরিওয়াল এখন মত পরিবর্তন করে সরকারে যাওয়ার পক্ষে যুক্তি সাজাচ্ছেন। এতদিন তিনি সরকার গঠন না করার পক্ষেই ছিলেন। কংগ্রেস এবং বিজেপির সাহায্যও নিতে চাননি। সূত্রঃ নতুনবার্তা।