রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১ জানুয়ারী ২০১৪, ৩:০৩ অপরাহ্ন
শেয়ার

যুদ্ধের প্রভাব আমেরিকাতেও পরবে: উত্তর কোরিয়া


সিউল, ১ জানুয়ারী ২০১৪:

উত্তর কোরিয়ান নেতা কিম জং উন হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছেন, যদি কোরিয়ান অঞ্চলে পরমাণু যুদ্ধ শুরু হয় তবে এর প্রভাব আমেরিকাতেও পরবে। উত্তর কোরিয়া আক্রান্ত হলে সেক্ষেত্রে প্রয়োজনে আমেরিকাতেও পরমাণু হামলা করা হবে।

image_62000_0বুধবার কিম জানান, আমেরিকা-দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়ার পরিপ্রেক্ষিতে যদি কোনো সংঘাতের সৃষ্টি হয় তবে দেশ দুইটিকে ছাড় দেয়া হবে না।

নববর্ষ উপলক্ষ্যে রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে কিম বলেন, “যদি এই অঞ্চলে সত্যিই যুদ্ধ বেঁধে যায় তবে ভয়াবহ পারমাণবিক হামলা হওয়ার আশঙ্কা রয়েছে। এক্ষেত্রে আমেরিকাও মারাত্মক ক্ষতির শিকার হবে। এখানে এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে সামান্য সামরিক সংঘর্ষও সর্বাত্মক যুদ্ধের কারণ হতে পারে।”

কিম আরো জানান, তিনি শত্রুদের কাছে মাথা নত করবেন না কিংবা তাদের কাছে শান্তি ভিক্ষা চাইবেন না। কারণ, নিজেকে রক্ষা করার মতো যথেষ্ট সামরিক ক্ষমতা উত্তর কোরিয়ার কাছে আছে। সূত্র: আলজাজিরা/নতুনবার্তা।