রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ৪ জানুয়ারী ২০১৪, ১১:৪৭ পূর্বাহ্ন
শেয়ার

মুক্ত বাণিজ্য বিষয়ে ফের আলোচনায় বসছে দ. কোরিয়া ও চীন


সিউল, ৪ জানুয়ারী ২০১৪:

দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদনের বিষয়ে আগামী সপ্তাহে আরেকবার আলোচনায় বসছে দক্ষিণ কোরিয়া ও চীন। গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়া সরকার এ তথ্য জানিয়েছে। খবর সিনহুয়ার। এবার নিয়ে নবমবারের মতো এ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। চীনের উত্তর-পশ্চিমের রাজ্য সানঝির রাজধানী জিয়ানে এ আলোচনা অনুষ্ঠিত হবে। সোমবার শুরু হয়ে আলোচনা চলবে শুক্রবার পর্যন্ত। দক্ষিণ কোরিয়ার বাণিজ্য শিল্প ও জ্বালানি মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, পাঁচ দিনব্যাপী এ আলোচনায় পণ্যের উদারীকরণ এবং এর আওতায় কত সংখ্যক পণ্য অন্তর্ভুক্ত হবে, সে বিষয়ে আলোচনা হবে। এছাড়া বিভিন্ন সেবা ও বিনিয়োগ বিষয়ে আলাদা আলাদা আলোচনাও অনুষ্ঠিত হবে।

다운로드এর আগে এ বিষয়ে দেশ দুটি আটবার আলোচনা করেছে। দ্বিতীয় পর্যায়ের প্রথম দফা আলাচনা শুরু হয় গত নভেম্বরে। সে সময় পণ্যের উদারীকরণ ও বাণিজ্য প্রণালির বিষয়ে মুক্ত বাণিজ্য চুক্তির একটি খসড়া তৈরি করা হয়। এর আগে গত বছরের সেপ্টেম্বরে প্রতিবেশী দেশ দুটি প্রথম পর্যায়ের আলোচনা শেষ করে। তখন সাত দফা আলোচনা অনুষ্ঠিত হয়। ওই আলোচনায় চীন ও দক্ষিণ কোরিয়ার দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্যের বিষয়ে একটি মৌলিক গাইডলাইন তৈরি করা হয়। প্রথম পর্যায়ের আলোচনায় দেশ দুটি সব ধরনের বাণিজ্য শুল্ক ৯০ শতাংশ মওকুফ এবং পণ্যের ৮৫ শতাংশ মূল্য মুদ্রার বিনিময়ে পরিশোধের বিষয়ে একমত হয়েছিল।

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার প্রধান ব্যবসায়িক অংশীদার চীন। ১৯৯২ সাল থেকে দেশ দুটির মধ্যে কূটনৈতিক সুসম্পর্ক বিদ্যমান। সে সময় থেকে প্রতি বছর সিউল ও বেইজিংয়ের মধ্যে বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে। এ সময় থেকে দেশ দুটির মধ্যে বাণিজ্য প্রায় ৫০ গুণ বেড়েছে। ২০১২ সালে চীনে দক্ষিণ কোরিয়া ২৫৬ বিলিয়ন ডলারের পণ্য রফতানি করে। সূত্রঃ বণিকবার্তা।