রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১৬ জানুয়ারী ২০১৪, ১১:২৩ পূর্বাহ্ন
শেয়ার

সামরিক মহড়ার ব্যাপারে উ.কোরিয়ার হুঁশিয়ারি দ. কোরিয়ার প্রত্যাখান


সিউল, ১৬ জানুয়ারি ২০১৪:

যুক্তরাষ্ট্রের সাথে নির্ধারিত যৌথ সামরিক মহড়া বাতিলে উত্তর কোরিয়ার হুঁশিয়ারি দক্ষিণ কোরিয়া বৃহস্পতিবার প্রত্যাখান করে পিয়ংইয়ংয়ের যেকোন উস্কানিমূলক কর্মকান্ডের পাল্টা ‘দাঁতভাঙ্গা’ জবাব দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে। খবর এএফপি’র।

119375উত্তর কোরিয়া কি রিসলভ ও ফোল ঈগল নামের বড় ধরণের বার্ষিক সামরিক মহড়া বাতিল করতে সিউলের প্রতি আহবান জানায় এবং ফেব্রুয়ারির শেষ নাগাদ শুরু করতে যাওয়া এ মহড়ার পরিকল্পনা থেকে তারা সরে না আসলে সিউলকে মারাত্মক পরিনতি ও বিপর্যয়ের সন্মুখীন হতে হবে বলে হুঁশিয়ারি দেয় পিয়ংইয়ং।

কোরিয়ার শান্তিপূর্ণ একত্রীকরণ বিষয়ক কমিটি বুধবার জানায়, এই সামরিক মহড়ার প্রদর্শন কোরীয় উপ-দ্বীপকে ধ্বংসের দিকে নিয়ে যাবে।

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে এ যৌথ সামরিক মহড়া প্রতি বছর অনুষ্ঠিত হয়ে থাকে এবং উত্তর কোরিয়া তাদের এধরণের আগ্রাসনমূলক মহড়ার নিয়মিতভাবে নিন্দা জানিয়ে আসছে।
পিয়ংইয়ংয়ের সর্বশেষ এ হুঁশিয়ারির প্রতিক্রিয়ায় দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয় জোর দিয়ে বলেছে, এ সামরিক মহড়া নির্ধারিত সময়ে শুরু করা হবে। ওই মন্ত্রণালয়ের মুখপাত্র কিম মিন-সিওক সাংবাদিকদের বলেন, ‘নিয়মিত মহড়ার সুযোগ নিয়ে উত্তর কোরিয়া উস্কানিমূলক সামরিক কর্মকান্ড চালালে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এর চরম জবাব দেবে।’