রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১৭ জানুয়ারী ২০১৪, ১২:৫৮ পূর্বাহ্ন
শেয়ার

মানব যখন ‘দানব’


অনলাইন প্রতিবেদক, সিউল, ১৭ জানুয়ারি ২০১৪:

‘আই হ্যাভ বিকাম অ্যা বেলুন মনস্টার’ শিরোনামের একটি ছবি অনলাইন দুনিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ছবিতে এক ব্যাক্তি তাঁর অস্বাভাবিক বিশাল মাংসপেশি প্রদর্শন করছেন। সম্প্রতি ওই ব্যাক্তি নিজেই তাঁর ছবিতে মন্তব্য করেছেন, “আমি ভেবেছিলাম প্রচুর ব্যায়াম করে একটা চমৎকার পেশীবহুল শরীর বানাতে পারবো। কিন্তু এখন আমি একটা অতিকায় বেলুন ছাড়া আর কিছুই না।”

450(41)

ছবিতে অজস্র মন্তব্যে দর্শকরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। একজন তাঁকে প্রশ্ন করেছেন, “পৃথিবীর বুকে এমন একটা শরীর কিভাবে বানাতে পারলেন?” আরেকজনের মন্তব্য, “আমার ইচ্ছে করছে সূচ দিয়ে বেলুনটা ফুটিয়ে দিতে”; আবার কেউ ভালোলাগা প্রকাশ করে লিখেছেন, “কি মানুষরে বাবা! আমি তো প্রেমে পড়ে গেলাম!”