সিউল, ১৭ জানুয়ারি ২০১৪:
চীনের ইন্টারনেট গ্রাহকসংখ্যা গত বছরের শেষ নাগাদ দাঁড়িয়েছে ৬১ কোটি ৮০ লাখে, যা বিশ্বে সর্বোচ্চ। বিশ্লেষকদের মতে, স্মার্টফোনের প্রসারের কারণেই দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
চায়না ইন্টারনেট নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (সিএনএনআইসি) তাদের সাম্প্রতিক এক প্রতিবেদনে চীনে ইন্টারনেট ব্যবহারকারী বৃদ্ধি পাওয়ার এ তথ্য জানায়। প্রতিষ্ঠানটি আরো জানায়, গত বছর দেশটিতে নতুন ৫ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ইন্টারনেট গ্রাহক যুক্ত হয়েছেন। এর মধ্যে প্রায় ৭৩ দশমিক ৩ শতাংশই মোবাইল ইন্টারনেট গ্রাহক।
প্রতিষ্ঠানটি আরো জানায়, গত বছরের শেষ নাগাদ মোবাইল ইন্টারনেটের গ্রাহকসংখ্যা ছিল ৫০ কোটি, যা ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে। সূত্রঃ বণিকবার্তা।