রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ৩০ সেপ্টেম্বর ২০১৮, ৬:৩৪ অপরাহ্ন
শেয়ার

আমিরাতে হৃদরোগে বাংলাদেশির মৃত্যু


heart-attacked

প্রতীকী ছবি

হৃদরোগে আক্রান্ত হয়ে আরব আমিরাতের আবুধাবিতে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নিহত হেলাল আহম্মদের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায়। শনিবার সকালে সহকর্মীরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের সহকর্মীরা জানান, প্রতিদিনের মতো হেলাল ভাই কাজ থেকে ফিরে ঘুমাতে যান। শনিবার সকালে তাকে খোঁজ করতে গিয়ে দেখি তিনি বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।