রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২৩ জানুয়ারী ২০১৪, ১০:৩৫ অপরাহ্ন
শেয়ার

উ. কোরিয়ার সামরিক কর্মকাণ্ডের ওপর নজর রাখছে দ. কোরিয়া


সিউল, ২৩ জানুয়ারি ২০১৪:

দক্ষিণ কোরিয়া জানিয়েছে যে, তারা উত্তর কোরিয়ার সামরিক কর্মকাণ্ডের ওপর নজর রাখছে। খবর এএফপির। আজ বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার সরকারি কর্মকর্তারা প্রেসিডেন্টের ব্ল-হাউজে দেশের নিরাপত্তা বিষয়ে বৈঠক করার পর প্রতিরক্ষা মন্ত্রীর মুখপাত্র কিম মিন-সিউক সাংবাদিকদের এ কথা জানান।

119375তিনি বলেন, ‘সম্প্রতি কিমের ধারাবাহিক সামরিক ইউনিট পরিদর্শনের খবর প্রকাশিত হওয়ার পর সিউল পিয়ংইয়ংয়ের সামরিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে।’

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সম্প্রতি কিমের কৌশলগতভাবে অনেক গুরুত্বপূর্ণ দুটি সামরিক ইউনিট পরিদর্শনের খবর গুরুত্ব দিয়ে প্রচার করে। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে নির্ধারিত দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শুরুর আগে পিয়ংইয়ং কিছু উস্কানিমূলক কর্মকাণ্ড গ্রহণ করতে পারে এ ব্যাপারে দক্ষিণ কোরিয়া সতর্ক হওয়ার পর কিম সর্বশেষ এ দুই সামরিক ইউনিট পরিদর্শন করেন। ইউনিট দুটি বিদ্যুত্গতিতে শত্রু পক্ষের স্থাপনা ধ্বংসে তাদের সক্ষমতা দেখিয়েছে।

উত্তর কোরিয়ার শীর্ষ সামরিক সংগঠন ন্যাশনাল ডিফেন্স কমিশনের প্রধান কিমের এ ধরনের সফর অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন।