রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২৫ জানুয়ারী ২০১৪, ১১:১৪ পূর্বাহ্ন
শেয়ার

শান্তির বার্তা পাঠিয়ে দক্ষিণকে চিঠি উত্তর কোরিয়ার


সিউল, ২৫ জানুয়ারি ২০১৪:

দক্ষিণ কোরিয়াকে পুনর্মিলন ও শত্রুভাবাপন্ন মনোভাব বন্ধের বার্তা দিয়ে একটি খোলা চিঠি পাঠিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে ওই চিঠিটি প্রকাশিত হয়েছে। আমেরিকার সঙ্গে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক অনুশীলন শুরু করার কয়েক সপ্তাহ আগে এ বার্তা পাঠাল উত্তর কোরিয়া।

119375উত্তর কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা কমিশন (এনডিসি) থেকে দেয়া ওই চিঠিতে বলা হয়েছে, দুই কোরিয়ার সম্পর্ক ঠিক করার জন্য প্রয়োজন সামরিক পদক্ষেপ বন্ধে সিদ্ধান্ত নেয়া।

দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বিশেষ নির্দেশে এই চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে, গোপন উদ্দেশ্যের অভিযোগ এনে ওই চিঠির বার্তাকে নাকচ করে দিয়েছে দক্ষিণ কোরিয়া।

দুই কোরিয়ার মধ্যে দীর্ঘদিন ধরেই সম্পর্কের টানাপোড়েন চলছে। গতবছর উত্তর কোরিয়ার পরমাণু ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। সূত্র : বিবিসি।