সিউল, ২৯ জানুয়ারি ২০১৪:
ফোরজির চেয়ে হাজার গুণ উচ্চগতিসম্পন্ন ফাইভজি নেটওয়ার্ক সরবরাহের জন্য কাজ করে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। এজন্য দেশটি ১ লাখ ৬০ হাজার কোটি ওন বিনিয়োগ করবে। দেশটির শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় গত বুধবার এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করে। খবর টেলিকম লিডের।
ফোরজির পর এবার ফাইভজি নেটওয়ার্ক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। এর মাধ্যমে দেশটির গ্রাহকরা আগের চেয়ে অনেক দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। ফাইভজি ব্যবহার করে গ্রাহকরা প্রতি সেকেন্ডে একটি পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র (৮০০ মেগাবাইটের ফাইল) ডাউনলোড করতে পারবেন।
২০১৭ সালের মধ্যে দক্ষিণ কোরিয়া পরীক্ষামূলকভাবে এ সেবা চালু করতে যাচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়। ২০২০ সালের মধ্যে বাণিজ্যিকভাবে এ সেবা গ্রাহকদের জন্য সরবরাহ করা হবে। সেসঙ্গে দেশটির সরকার ফাইভজি-সংশ্লিষ্ট বিভিন্ন সেবা চালুর ব্যাপারেও মনোনিবেশ করেছে।
বিশ্লেষকদের মতে, এ নেটওয়ার্ক চালু হলে এ খাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। ২০২০ থেকে ২০২৬ সালের মধ্যে দেশটির সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ফাইভজির সঙ্গে জড়িত যন্ত্রাংশ ও সেবা বিক্রি করে ৩৩১ ট্রিলিয়ন ওন (৩১ হাজার কোটি ডলার) আয় করবে।
ইলেকট্রনিক পণ্য নির্মাতা স্যামসাংও তাদের নিজস্ব ফাইভজি নেটওয়ার্ক পরিচালনের চেষ্টা করছে। তারাও ২০২০ সালের মধ্যে গ্রাহকদের এ সেবা সরবরাহ করতে পারবে বলে জানিয়েছে। সূত্রঃ বণিকবার্তা।