সিউল, ২৯ জানুয়ারি ২০১৪:
সাকিবসহ এবারের আইপিএল নিলামে বাংলাদেশের সাতজন খেলোয়াড় অংশ নিচ্ছেন। সাকিব আল হাসানকে সোয়া চার লাখ ডলারে (আড়াই কোটি রুপিরও বেশি) কিনেছে কেকেআর। নিলামে সাকিবের ‘বেজ প্রাইস’ বা সর্বনিম্ন দর ধরা হয়েছে এক কোটি রুপি।
সোহাগ গাজীর সর্বনিম্ন দর ৩০ লাখ রুপি। সমান দর এনামুল হক, রুবেল হোসেন, মাহমুদউল্লাহ এবং নাসির হোসেনের। নিলামে অংশ নেয়া অন্য বাংলাদেশী তামিম ইকবালের সর্বনিম্ন দর ৫০ লাখ রুপি।
এবারের নিলামে সর্বোচ্চ বেজ প্রাইস ধরা হয়েছে দুই কোটি রুপি। এই সর্বনিম্ন দরে নিজেদের নিলামে তুলছেন সর্বশেষ অ্যাশেজের নায়ক মিচেল জনসন, ব্র্যাড হাডিন ও স্টিভেন স্মিথ। এই তালিকায় আছেন যুবরাজ সিং, ইউসুফ পাঠান, বীরেন্দর শেবাগের মতো ভারতীয় তারকারাও।
দশটি দেশের মোট ২৩৩ জন খেলোয়াড়কে তোলা হচ্ছে নিলামে। পাকিস্তান বাদে বাকি নয়টি টেস্ট খেলুড়ে দেশেরই প্রতিনিধি থাকছেন এখানে।
আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে এই নিলাম।