মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ৫ ফেব্রুয়ারী ২০১৪, ৫:৩২ অপরাহ্ন
শেয়ার

পেরুর সমুদ্র সৈকতে ৪শ’ মৃত ডলফিন


সিউল, ৫ ফেব্রুয়ারি, ২০১৪:

পেরুর দক্ষিণাঞ্চলীয় সমুদ্র সৈকতে গত মাসে প্রায় ৪শ’ মৃত ডলফিন ভেসে এসেছে। এভাবে ডলফিনগুলো মরে পড়ে থাকায় কর্তৃপক্ষ শংকিত হয়ে পড়েছে।
মঙ্গলবার পেরুভিয়ান সী ইনস্টিটিউটের (ইমার্পি) কর্মকর্তা জাইম ডিলা ক্রুজ জানান, পেরুর উত্তরাঞ্চলীয় পিউরা ও লাম্বাইয়াক বিভাগের বিস্তৃত সমুদ্র সৈকতে স্তন্যপায়ী এসব মৃত ডলফিন পাওয়া যায়।

7895b4d4-f5d6-46e5-a3d6-4f80fa080954_650x366
ডিলা ক্রুজ জানান, মৃত এসব ডলফিনের নমুনা পরীক্ষা-নিরীক্ষার জন্য পেরুর রাজধানী লিমায় পাঠানো হয়েছে।

নিউজ পাওয়া যায়নি