সিউল, ৭ ফেব্রুয়ারি, ২০১৪:
হংকং পুলিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধকালের একটি বোমা শুক্রবার সফলভাবে নিস্ক্রিয় করেছে। ওই সময়ের এ পর্যন্ত পাওয়া এটি হচ্ছে সবচেয়ে বড় বোমা। হংকংয়ের একটি নির্মাণ স্থল থেকে বোমাটি উদ্ধার করা হয়। এটি উদ্ধার করার সময় ওই এলাকা থেকে দুই হাজারের বেশী লোককে নিরাপত্তার স্বার্থে সরিয়ে নেয়া হয়।
হংকংয়ের কাছের হ্যাপি ভ্যালি এলাকা থেকে বৃহস্পতিবার রাতে নির্মাণ শ্রমিকরা প্রায় এক মেট্রিক টন ওজনের এএনএম৬৬ বোমা উদ্ধার করে। বোমাটি ছিল মার্কিন নৌবাহিনীর ।
পুলিশ মুখপাত্র এএফপিকে বলেন, এটি ছিল হংকং থেকে উদ্ধার হওয়া এ যাবৎ কালের মধ্যে সবচেয়ে বড় বোমা।
বোমা বিশেষজ্ঞ দলের এটিকে নিস্ক্রিয় করতে ১৫ ঘন্টা সময় লাগে। বোমাটি একটি শিখ মন্দির, হোটেল ও আবাসিক এলাকার কাছে মাটির নিচ থেকে উদ্ধার করা হয়। এসময় জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে সেখান থেকে ২ হাজার ২৬০ জন লোককে সরিয়ে নেয়া হয়।