সিউল, ১৪ ফেব্রুয়ারি, ২০১৪:
গ্রিসে বেকারত্ব চরম আকার ধারণ করেছে। বৃহস্পতিবার প্রকাশিত একটি সরকারি পরিসংখ্যানমতে, দেশটিতে এখন বেকারত্বের হার শতকরা ২৮ ভাগ। এটি বেকারত্বের দিক দিয়ে দেশটির জন্য নতুন নজির।
বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত মাসে গ্রিসে বেকারত্বের হার ছিল শতকরা ২৭.৭। তাদের মধ্যে ২৫ বছর বয়স্ক যুবকদের সংখ্যা শতকরা ৬১.৪।
দেশটিতে ছয় বছর ধরে চলা মন্দার কারণে গত চার বছরে এক-চতুর্থাংশ ব্যয় কমিয়েছে গ্রিসের সরকার।
বিবিসির অ্যাথেন্স প্রতিনিধি মার্ক লোয়েন বলেন, “দেশটির পক্ষে অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা কঠিন। এর আগে ২০১০ সালের মার্চে দেশটি ১১০ বিলিয়ন ইউরো বেলআউট ঋণ নেয়। তখন দেশটিতে বেকারত্বের সংখ্যা ছিল শতকরা ১২।” মার্ক লোয়েন আরো বলেন, তবে দেশটি চলতি বছরের শেষে কিছুটা উন্নতির আশা করছে।
আশা করা হচ্ছে, বেলআউট ঋণের সুদ পরিশোধ করেও দেশটি চলতি বছরে সামান্য উন্নতি এবং ঘাটতি কাটিয়ে উঠতে পারবে বলে আশা করা হচ্ছে।
অবশ্য দেশটির সামনে চলতি বছরের মে মাসে জাতীয় ও ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনের জন্য বড় খরচ বহন করার চ্যালেঞ্জে রয়েছে। সূত্র: বিবিসি