সিউল, ১৫ ফেব্রুয়ারি, ২০১৪:
প্রবল তুষার ঝড়ে বিপর্যস্ত আমেরিকায় গত দু’দিনে ২২ জন মারা গেছে। পাশাপাশি লাখ লাখ নাগরিক দুর্ভোগে পড়েছে। ১৬টি রাজ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। প্রেসিডেন্ট বারাক ওবামা কিছু এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
প্রবল তুষার ঝরে ওয়াশিংটনসহ পূর্বাঞ্চলীয় শহরগুলো ঘন বরফে ঢাকা পড়েছে। রাজধানী ওয়াশিংটনে ফেডারেল সরকারের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এমনকি হোয়াইট হাউস তাদের নিয়মিত নিউজ ব্রিফিং বন্ধ করে দিয়েছে।
দেশটির জাতীয় আবহাওয়া দফতর সতর্ক করে বলছে, উত্তর-পূর্বাঞ্চলে রাতভর ভারি তুষারপাত অব্যাহত থাকবে।
অন্যদিকে, খারাপ আবহাওয়ার কারণে নিউ ইয়র্ক ও আটলান্টার বিমানবন্দর বন্ধ করে দেয়ায় হাজার হাজার লোক আটকা পড়েছে বিমান বন্দরে। প্রায় ছয় হাজার ৫০০ ফ্লাইট বাতিল এবং তিন হাজার ৮০০ ফ্লাইটে বিলম্ব ঘটেছে।
এ ছাড়া ভারী তুষারপাতে দেশটির ১৬টি রাজ্যের প্রায় আট লাখ বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
দেশটির কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা বলছে, তারা জনবহুল মেরিল্যান্ড, পেনসিলভেনিয়া ও ভার্জিনিয়ায় জরুরি সহায়তার লক্ষ্যে দুই হাজার ৩০০ সেনাসদস্য পাঠানো হয়েছে। এসব এলাকায় সরকারের পাশাপাশি স্থানীয়রাও জরুরি আশ্রয় ও সহায়তা দিচ্ছে। সূত্র: এএফপি ও রয়টার্স




























