রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ১৭ ফেব্রুয়ারী ২০১৪, ১০:১২ পূর্বাহ্ন
শেয়ার

বাংলাদেশে এডিবি’র বড় একটি নির্মাণ প্রকল্পের কাজ পেল দক্ষিণ কোরিয়ার ফার্ম


অনলাইন প্রতিবেদক, সিউল, ১৭ ফেব্রুয়ারি, ২০১৪:

বাংলাদেশে এডিবি’র (এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক) উদ্যোগে একটি বড় প্রকল্পের কাজ পেয়েছে দক্ষিণ কোরিয়ার ইঞ্জিনিয়ারিং ফার্ম কুনওয়াহা। প্রকল্পটির মূল্য ১ কোটি ৩৪ লাখ ডলার। এডিবির উদ্যোগে ‘দক্ষিণ এশিয়া উপ-আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা’ কার্যক্রমের অংশ হিসেবে প্রকল্পটির কন্ট্রাক্ট গত সপ্তাহে সিউল ভিত্তিক ওই ইঞ্জিনিয়ারিং এবং কনসালটিং ফার্মকে প্রদান করা হয়। বার্তা সংস্থা ইয়োনহাপের বরাত দিয়ে এ খবর দিয়েছে দ্য কোরিয়া হেরাল্ড।

Flag-Pins-Bangladesh-South-Koreaদেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কোরিয়া বাণিজ্য বিনিয়োগ প্রচারণা সংস্থা (কোটরা) জানিয়েছে, ইঞ্জিনিয়ারিং প্রকল্প হিসেবে চুক্তিটি বেশ বড়মাপের। সংস্থাটি আরও জানিয়েছে, প্রকল্পের বাস্তবায়নযোগ্যতা নিরূপণ, চূড়ান্ত নকশা প্রণয়ন এবং সার্বিক নির্মাণ কাজ তত্ত্বাবধানের দায়িত্বে থাকবে কুনওয়াহা।

প্রকল্পের অধীনে রয়েছে জয়দেবপুর এবং টাঙ্গাইলের মধ্যে সংযোগস্থাপনকারী প্রধান একটি সড়কের বিস্তার, দেশের অভ্যন্তরে দুটি বন্দরের নকশা তৈরি এবং দেশের অন্যান্য প্রধান প্রধান সড়কের মেরামত কাজ তত্ত্বাবধান। বাংলাদেশে কুনওয়াহার এতো বড় একটি প্রকল্পের কাজ পাবার মধ্য দিয়ে এ অঞ্চলে পশ্চিমা প্রতিষ্ঠানের আধিপত্যের মধ্যে অধিকতর অংশগ্রহণের পথ তৈরি হতে পারে বলে কোরিয়ার বাণিজ্য প্রচারণা সংস্থাটি আশাবাদ ব্যক্ত করেছে। মানবজমিন।