রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২২ মার্চ ২০১৪, ৬:০৯ অপরাহ্ন
শেয়ার

যুক্তরাষ্ট্রের সাথে দ. কোরিয়া ও জাপানের ত্রিদেশীয় সম্মেলন আগামী সপ্তাহে


সিউল, ২২ মার্চ ২০১৪:

যুক্তরাষ্ট্রের সাথে আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়া ও জাপানের শীর্ষ সম্মেলন হতে যাচ্ছে। সিউল ও টোকিও’র উত্তেজনাপূর্ণ সম্পর্ক স্বাভাবিক করতে ওয়াশিংটন দুই দেশের প্রতি আহ্বান জানানোর পর এ গুরুত্বপূর্ণ সম্মেলনের কথা বলা হলো।

001907-550x362-415x260দক্ষিণ কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, প্রেসিডেন্ট পার্ক গিউন-হাই ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এক বছরেরও বেশি সময় আগে দায়িত্ব গ্রহণের পর থেকে হেগের বৈঠকটি হবে তাদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

প্রেসিডেন্টের ব্লু হাউস মুখপাত্র মিন কিউং-উক সাংবাদিকদের বলেন, আগামী সপ্তাহে হেগে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানের অংশগ্রহণে এ সম্মেলন হতে যাওয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বিকেলে এ সংক্রান্ত একটি ঘোষণা দেবে।

উল্লেখ্য, জাপানের ১৯১০-৪৫ সালের ঔপনিবেশ শাসন সংক্রান্ত আবেগজড়িত বিভিন্ন বিষয় নিয়ে অনেক বছর ধরে সিউল ও টোকিওর মধ্যে সম্পর্কের ভাটা পড়ে।