রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ৩১ মার্চ ২০১৪, ৫:৫২ অপরাহ্ন
শেয়ার

যুক্তরাষ্ট্রে ভূমিধস : মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে


সিউল, ৩১ মার্চ ২০১৪:

যুক্তরাষ্ট্রে বড়ো ধরণের ভূমিধসের ঘটনায় রোববার মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। এদিকে আরো চারটি লাশের অবস্থান চিহ্নিত করা গেলেও সরকারি হিসেবে তাদের ধরা হয়নি। কর্তৃপক্ষ একথা জানায়।

140330165129-02-washington-landslide-0330-horizontal-gallery

গত ২২ মার্চ ওয়াশিংটন রাজ্যের ওসো শহরে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট এ ভূমিধসে এখনো ৩০ জন নিখোঁজ রয়েছে। ভূমিধসের পর তাৎক্ষণিকভাবে কিছুজনকে উদ্ধার করা হলেও ভয়াবহ ওই দিনের পর থেকে তাদের কাউকেই আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

স্নোহোমিশ কাউন্টি কর্মকর্তারা জানান, ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে এ সংখ্যা আরো বাড়তে পারে। কারণ আরো চারটি লাশের অবস্থানে সন্ধান পাওয়া গেলেও সরকারি হিসেবে তা ধরা হয়নি।

ভয়াবহ এ ভূমিধসের পর এক সপ্তাহেরও বেশি সময় ধরে উদ্ধার কর্মীরা অনেক কঠিন পরিস্থিতির মধ্যে তাদের উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।