রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ৩১ মার্চ ২০১৪, ৯:৪৩ অপরাহ্ন
শেয়ার

দুই কোরিয়ার মধ্যে সমুদ্রসীমায় গোলা বিনিময়


সিউল, ৩১ মার্চ ২০১৪:

উ. কোরিয়া ও দ. কোরিয়ার মধ্যে বিরোধপূর্ণ সমুদ্রসীমায় সোমবার গোলা বিনিময়ের ঘটনা ঘটেছে। সিউল বলেছে, উত্তর কোরিয়ার সামরিক মহড়ার গোলা দক্ষিণ কোরিয়ার সমুদ্রসীমায় পড়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চীফস অব স্টাফ (জেসিএস)-এর মুখপাত্র এএফপিকে বলেন, ‘উত্তর কোরিয়া আমাদের সমুদ্রসীমায় গোলা বর্ষণ করলে আমাদের নিরাপত্তা বাহিনীও পাল্টা গোলা বর্ষণ করে।’

PYH2014033110440001300_P2

কোন পক্ষ কোন নিদির্ষ্ট টার্গেট লক্ষ্য করে গোলা বর্ষণ করেছে সেখানে এমন কোন ইঙ্গিত পাওয়া যায়নি। দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী দ্বীপ ইওনপিয়ং ও বায়েংনিয়ং দ্বীপের কর্মকর্তারা বলেন, সাবধানতার অংশ হিসেবে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

উত্তর কোরিয়া স্থানীয় সময় দুপুর ১২টা ১৫মিনিটে সামরিক মহড়া শুরু করে। দক্ষিণ কোরিয়া এর ৩০মিনিটের মধ্যেই পাল্টা মহড়া শুরু করে। জেসিএস মুখপাত্র বলেন, এরফলে উভয় পক্ষ বিরোধপূর্ণ ওই সমুদ্রসীমায় গোলা বর্ষণ করে।

উল্লেখ্য, উত্তর কোরিয়া প্রায়ই এ ধরনের সামরিক মহড়া চালালেও সেখানে এ ধরণের ঘটনা খুব কমই ঘটে।