সিউল, ৯ এপ্রিল ২০১৪:
উত্তর কোরিয়ায় কিম জং-উন বুধবার সংসদে জাতীয় প্রতিরক্ষা কমিশনের চেয়ারম্যান (এনডিসি) পুনঃনির্বাচিত হয়েছেন। কোরিয়ার কেন্দ্রীয় বার্তা সংস্থার (কেসিএনএ) খবরে বলা হয়, ‘নতুন সংসদে জাতীয় প্রতিরক্ষা কমিশনের প্রথম ক্ষমতাশালী চেয়ারম্যান হিসেবে কিমের নাম পুনর্বার ঘোষিত হয়েছে।’
গত মাসে উত্তর কোরিয়ায় এক পূর্বনির্ধারিত নির্বাচনে আইন পরিষদের সকল সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কেসিএনএ-এর খবরে আরো বলা হয় কিম পুনঃনির্বাচিত হওয়ায় অধিবেশনের সকল সহকারী ও অংশগ্রহণকারী ব্যাপক উল্লাস প্রকাশ করেন। নির্বাচনের এ ফলাফল কিমের প্রতি জনগণের সার্বিক সমর্থন ব্যক্ত হয়েছে বলেও কেসিএনএ-এর খবরে বলা হয়। কিম ক্ষমতাশালী পিপল্স আর্মি পার্টির ফার্স্ট সেক্রেটারী ও পিপল্স্ আর্মির সুপ্রিম কমান্ডার ছিলেন।




























